আগরতলা, ৮মার্চ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করেন এবং দেশ ও রাজ্যের মঙ্গল কামনায় পুজো দেন। ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্দিরের নির্মাণ কাজও পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্বশর্মা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্দির পরিদর্শনে এলে তাঁকে এবং অন্যান্য অতিথিদের স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল।
0 মন্তব্যসমূহ