আগরতলা, ১৭মার্চ ২০২৩: আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও সে দেশের জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় শুক্রবার।
এদিন সকালে অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গকারী শহীদদের আত্মার শান্তি এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, বিদেশরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
রাজ্যের বিভিন্ন বয়সী শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর অফিস প্রাঙ্গনে সহকারী হাই কমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গবন্ধু, তার পরিবার ও মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গকারী শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আগরতলা মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ। দিবসের তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও আদর্শের উপর আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত ব্রাহ্মনবাড়িয়া-০১ আসনের সাংসদ বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, রাজ্য সরকারের যুব, ক্রিড়া, সমাজকল্যাণ ও শ্রম বিষয়ক মন্ত্রী টিংকু রায়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার হিসেবে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিশুকে সহকারী হাই কমিশনের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মিশনের প্রথম সচিব জনাব মোঃ আল আমীন। অনুষ্ঠান শেষে অনাথ শিশুদেরকে ভোজে আপ্যায়িত করা হয়।
0 মন্তব্যসমূহ