Advertisement

Responsive Advertisement

আগরতলায় এলেন অমিত শাহ ও যে পি নাড্ডা

আগরতলা, ৭মার্চ : বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিজেপির শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করতে মঙ্গলবার বিকেলে ত্রিপুরায় আসলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সাথে আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা । মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা , প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় , কিশোর বর্মন এবং সম্পাদিকা পাপিয়া দত্ত । এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র, সাংগঠনিক প্রভারী ফনীন্দ্রনাথ শর্মা , মহেশ শর্মা এবং মহেন্দ্র সিং । বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি চলে আসেন রাজ্য অতিথিশালায় । সেখানে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক । বিজেপি সূত্রে খবর নতুন মন্ত্রিসভায় কোন কোন বিধায়ক জায়গা পাচ্ছেন , এবং কাকে কি দপ্তর দেওয়া হবে এই নিয়েই চূড়ান্ত বৈঠক চলছে । আর এই কারণেই মন্ত্রী আসার একদিন আগে রাজ্যে চলে আসলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এবং জেপি নাড্ডা । সূত্র মারফত জানা গেছে এদিন রাত ৯টা নাগাদ রাজ্য অতিথিশালায় তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এর সাথে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ