তেলিয়ামুড়া, ১৮ মার্চ ২০২৩: অবৈধ কাঠ পাচারকারীদের হাতে এবার দেশি বন্দুক। পাচারকারীরা প্রতিরোধ মোকাবিলা করার জন্য দেশি বন্দুক ব্যবহার করছে। এমনই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছরা গ্রামের শনিবার কাক ভোরে। ঘটনার বিবরণ দিয়ে এক ফরেস্ট আধিকারিক জানায়, গোপন সংবাদে খবর পায় বালুছড়া এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার হবে। এই খবরের ভিওিতে বনকর্মীরা বালুছড়া এলাকায় শনিবার কাক ভোরে এ্যাম্বুসে বসে। বনকর্মীরা দির্ঘ সময় এ্যাম্বুসে বসে থাকে। কিন্তুু শনিবার সকাল ৫ টা ৩০ মিনিট নাগাদ প্রত্যক্ষ করে দুই উপজাতি যুবক বাইসাইকেল করে চেরাই কাঠ নিয়ে আসছে। তখন অপর এক যুবকের হাতে দেশী বন্দুক ছিল বলে জানায় ওই ফরেস্ট আধিকারিক। পাচারকারীরা বনকর্মীদের প্রত্যক্ষ করতে পেরপ বাইসাইকেলে থাকা কাঠ ফেলে বন্দুক নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। বন কর্মীরা প্রত্যক্ষ করে পাচারকারীরা বন্দুকটি জঙ্গলে রেখে দেয়। পরে বিষয়টি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানায়। এদিকে রেঞ্জ অফিসার বিষয়টি অবগত হয়ে তেলিয়ামুড়া থানায় ও জানায় বলে জানান টহলরত বন আধিকারিক। তবে অবৈধ কাঠ পাচারকারীদের হাতে দেশী বন্দুকের সংযোজনের বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলছে বনকর্মীদের।
0 মন্তব্যসমূহ