Advertisement

Responsive Advertisement

সাংবিধানিক সমাধান না হলে মন্ত্রিসভায় যাওয়ার প্রশ্ন নেই: প্রদ্যুৎ

আগরতলা, ৭মার্চ : নির্বাচনের আগে বিজেপির তরফে জোটে সামিল হওয়ার জন্য ডাক এসেছিল, কিন্তু গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্য বিষয়ে লিখিত আশ্বাস না দেওয়ায় তিপ্রামথা দলের সঙ্গে জোট হয়নি। নির্বাচনের দল একা লড়াই করে ১৩টি আসন জয়লাভ করার পর এবার মন্ত্রিসভায় শামিল হওয়ার জন্য বিজেপির তরফে আবারো ডাক এসেছে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের কাছে। কিন্তু এবারও তিনি এই ডাককে প্রত্যাহার করে দিয়েছে শুধুমাত্র লিখিত প্রতিশ্রুতি পান নাই বলে। বুধবার ত্রিপুরার মাটিতে পা দিয়ে একথা জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। রাজ্যের ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় মন্ত্রিসভায় যোগ দিতে দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছেন। তবে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন দিল্লি থেকে নয় শিলং থেকে গৌহাটি হয়ে তিনি ফিরছেন। তিনি আরো বলেন মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য বিজেপির তরফে ২-৩ জন শীর্ষ নেতৃত্ব কথা বলেছিলেন। কিন্তু বলেছেন আগের দাবি অনুসারে যদি সংবিধান মেনে সমস্যার সমাধান না হয় এবং সদস্য হয়ে যান দলের বিধায়করা তাহলে এই ভোট নিয়ে আইপিএফটি দল জনজাতি অংশের মানুষের সঙ্গে যে আচরণ করেছিল ঠিক তাই আবার হবে। সংবিধান সমাধান না করে মন্ত্রিসভার সদস্য করা হয় ২ থেকে ৩জনকে তবে ১৪লাখ জনজাতি মানুষের সঙ্গে অন্যায় করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ