আগরতলা, ২১মার্চ ২০২৩: ২১মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার ত্রিপুরা জুড়েও পালিত হল দিনটি। এই উপলক্ষে এদিন ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের উদ্যোগে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়।
রাজধানী আগরতলার শালবাগান এলাকার অক্সিজেন পার্কের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে, আবার অক্সিজেন পার্কের সামনে গিয়ে শেষ হয়। সবুজ পতাকা নেড়ে এর সূচনা করেন ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা। এছাড়াও বনদপ্তরসহ অন্যান্য দপ্তরে আধিকারিক এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
মুখ্যসচিব জে কে সিনহা বলেন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী এই কর্মসূচির সূচনা করা হয়েছে। ত্রিপুরার মানুষদেরকে সচেতন করার লক্ষ্য প্রতিবছর দিনটি উদযাপন করা হয়।
0 মন্তব্যসমূহ