Advertisement

Responsive Advertisement

আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এক কোটি টাকার স্বর্ণসহ আটক এক পাচারকারী

আগরতলা, ২০মার্চ ২০২৩: ট্রেনে করে পাচারকালে বিপুল পরিমান স্বর্ণসহ আগরতলায় আটক এক পাচারকারী। সোমবার রাতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয় তাকে। আটক পাচারকারীর নাম আবুল বাসার।
আগরতলা রেল স্টেশনের জি আর পি থানার ডিএসপি আর এস নোয়াতিয়া সংবাদ মাধ্যমকে জানান, তাদের কাছে বিশেষ সূত্রে খবর আসে যে এক ব্যক্তি আগরতলা থেকে দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসে করে স্বর্ণ পাচার হচ্ছে। এই খবরের ভিত্তিতে তারা ট্রেনে অভিযান চালিয়ে আবুল বাসারকে আটক করতে সক্ষম হন। তার কাছ থেকে প্রায় ১৫,৪৪গ্রাম স্বর্ণ পাওয়া গিয়েছে। এর মধ্যে ৬টি বিস্কুট আকারের এবং দুইটি পাত আকারের রয়েছে। এগুলি বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন। সেই সঙ্গে তার কাছে ৬,৭১০টাকা পাওয়া যায়।
আটককরা স্বর্ণগুলি শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। তার বাড়ী সোনামুড়া মহকুমায়। এগুলিকে গৌহাটি নিয়ে যাওয়া উদ্দেশ্যে সে ট্রেনে উঠে ছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বলেও জানান আর এস নোয়াতিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ