আগরতলা, ২১মার্চ: চক্ষু কিডনি লিভার ইত্যাদি দান করা হয়, এর মধ্যে সর্বোপরি দান হচ্ছে রক্তদান। তাই রক্তদানে সমাজের সকল অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই আহ্বান করেন তিনি।
মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর শহর জেলা যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলার বিজেপির নির্বাচনী কার্য্যালয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী টিংকু রায়, সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচাৰ্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, পাপিয়া দত্ত, সুবল ভৌমিকসহ অন্যান্যরা। এদিনের এই শিবিরে দলের কার্যকরতা থেকে শুরু করে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন।
রক্তদান কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে এবং পরে নির্বাচন প্রক্রিয়ার কারণে রাজ্য সরকারি এবং বেসরকারি ব্লাড ব্যাংক গুলিতে রক্তের কিছুটা সংকট দেখা দেয়। এই খবর জানতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর কাছে আহ্বান জানান রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য। এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত অংশের মানুষ এগিয়ে আসেন। এমনকি বিজেপি দলের তরফেও রাজ্য জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য যুব মোর্চার কার্যকর্তা সহ যারা রক্ত সংগ্রহের জন্য শিবিরে এসেছেন এই সকল স্বাস্থ্যকর্মীদের তিনি ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন, আমরা বস্ত্র দান করি, জ্ঞান শিক্ষা দান করি, কিডনি দান করি লিভার দান করি চক্ষুদান করি কিন্তু সর্বপরি দান হচ্ছে রক্তদান। এদিন যুব মোর্চার যেভাবে রক্তদানে এগিয়ে এসেছে তাদের দেখে সমাজের অন্যান্য অংশের মানুষও এগিয়ে আসবেন স্বেচ্ছায় রক্তদানে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রক্তদান করার আহ্বান জানান তিনি।
0 মন্তব্যসমূহ