Advertisement

Responsive Advertisement

আমেরিকা মহাদেশবাসীর কাছেও প্রশংসিত রাজ্যের সমীরের বিশেষ চা

আগরতলা : সম্প্রতি আমেরিকা মহাদেশের পেরু ও মেক্সিকো দেশ থেকে একটি টিম ত্রিপুরা সফরে আসেন। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বাঁশসহ অন্যান্য সামগ্রী দেখেন। তারা রাজ্যে এসে বিশেষ ভাবে যার খোঁজ নেন তিনি হচ্ছেন সমীর জমাতিয়া। কারণ গত প্রায় দুই বছর আগে তিনি বাঁশপাতা দিয়ে চা জাতিয় পানীয় তৈরী করে সারা দেশ জুড়ে সারা ফেলে দিয়ে ছিলেন। যা এখনো বাঁশপাতার চা নামে খ্যাতি পেয়েছে ও খ্যাতনামা বিভিন্ন অনলাইন সংস্থায় বিক্রি হচ্ছে। তারা রাজ্যে এসে সমীর জমাতিয়ার সঙ্গে দেখা করেন। বিশেষ এই পাতা নিয়ে যান ও তৈরীর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলে জানান সমীর।
শুরুতে যখন সমীর বলে ছিলেন বাঁশপাতার বিশেষ এই পানীয় তৈরী করে চিন সারা বিশ্বের নানা দেশে রপ্তনী করছে, তিনি নিয়েও এই চা তৈরী করতে সক্ষম হয়েছেন, তখন অনেকে তাকে প্রশংসা করে এবার অনেকে তাকে নিয়ে হাসিঠাট্টা করে। যারা তাকে নিয়ে হাসিঠাট্টা করে ছিল তাদের মুখ্যম জবাব হয়ে গেল আমেরিকার মহাদেশে তার এই চা'র স্বীকৃতি বলেও জানান তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ