Advertisement

Responsive Advertisement

ছয় মাসের মধ্যে আগরতলা-আখাউড়ায় চলবে ট্রেন : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২৯মার্চ: আগামী ৬মাসের মধ্যে আগরতলা ও আখাউড়া রেলপথের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে, এমনটাই আশা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইতিমধ্যে এই রেলপথের কাজ প্রায় ৮৮শতাংশ শেষ হয়ে গিয়েছে বলে জানান তিনি। বুধবার আগরতলার কুঞ্জবন এলাকার পুষ্পবন্ত প্রসাদের সংস্কার কাজ পরিদর্শনে যান, সেখানে সাংবাদিকদের তরফে তাকে আগরতলা আখাউড়া রেলপথের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একথা জানান তিনি। 
আগরতলা রেলস্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মান কাজ করছে ভারতীয় রেলের নিজেস্ব নির্মাণ সংস্থা ইরকন এবং বাংলাদেশের দিকে কাজ করছে টেক্সমেকো নামক ভারতের আরো একটি নির্মাণ সংস্থা। আগরতলা থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ব্রডগেজ ট্রেন এবং বাংলাদেশের দিক থেকে মিটারগেজ ট্রেন চলবে। বাংলাদেশ থেকে আসা পণ্যগুলো মিটার গেজ ট্রেন থেকে ভারতীয় ব্রডগেজ ট্রেনে তুলে নেওয়া হবে এবং অন্যান্য জায়গায় পৌঁছে দেওয়া হবে। 
এই রুটে ট্রেন পরিষেবা চালু হলে একদিকে যেমন যাত্রী চলাচল করে পাবেন তেমনি পণ্যআমদানি রপ্তানীও করা হবে। যার ফলে ত্রিপুরা রাজ্যের বাণিজ্য ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে। শুধুমাত্র রাজ্যই নয় উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের জন্য অন্য এই পথে আমদানি রপ্তানি করা সম্ভব হবে । এই পথ চালু হলে ব্যবসা-বাণিজ্যর ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। 
ইতিমধ্যে নিশ্চিন্তপুর স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। স্টেশন থেকে আগরতলার দিকে অনেক জায়গায় রেললাইন বিছানোর কাজও শেষ হয়ে গিয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর রেলস্টেশনের দূরত্ব সাড়ে পাঁচ কিলোমিটার। এরমধ্যে সাড়ে তিন কিলোমিটার রেলপথ যাবে ফ্লাইওভারের উপর দিয়ে। নিশ্চিন্তপুরের দিক থেকে ফ্লাইওভার নির্মাণের কার্য অনেকটা সম্পন্ন হয়ে গিয়েছে। আগরতলা স্টেশনের দিকে ফ্লাইওভারের পিলার নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে উপরের ঢালাই এবং রেল ট্র্যাক বসানোর কাজ। এই কাজগুলো শেষ হয়ে গেলেই উভয় দেশের মধ্যে রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে অভিমত বিশেষজ্ঞ মহলের।
সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজে নিশ্চিন্তপুর স্টেশন এলাকায় গিয়ে নির্মাণ কাজ সরে জমিনে প্রয়োগ পরিদর্শন করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ