Advertisement

Responsive Advertisement

রামপ্রসাদ পাল ত্রয়োদশ বিধানসভার উপাধ্যক্ষ


আগরতলা, ২৮মার্চ : বিজেপি বিধায়ক রামপ্রসাদ পাল ত্রয়োদশ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন। আজ রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ঘোষণা করেন যে উপাধ্যক্ষ হিসাবে রামপ্রসাদ পালের নাম প্রস্তাব করে দুটি প্রস্তাব জমা পড়েছে। এর একটির প্রস্তাবক হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এবং তা সমর্থন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দ্বিতীয়টির প্রস্তাবক হলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং তা সমর্থন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপাধ্যক্ষ হিসাবে অন্য কারোর নাম প্রস্তাব না করায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রামপ্রসাদ পালকে উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত ঘোষণা করেন। উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হবার পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, সিপিআই (এম) পরিষদীয় দলনেতা জীতেন্দ্র চৌধুরী রামপ্রসাদ পালকে শুভেচ্ছা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ