আগরতলা,২৯মার্চ : আত্মা প্রকল্পে আন্তজেলা ভিত্তিক একদিনের কৃষি উদ্যান বিষয়ক ভ্রমণ ও প্রশিক্ষন অনুষ্ঠিত হল বুধবার। রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মোহনপুর কৃষি মহকুমা অফিসের উদ্যোগে আয়োজিত এই শিবির অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার নাগিছড়া এলাকার উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রে।
এদিনের এই প্রশিক্ষন শিবিরে মোহনপুর ও বামুটিয়া এলাকার মোট ৪০জন কৃষক অংশ নেন। বেলা ১১টায় কৃষকসহ আধিকারিক ও দপ্তরের এটিএম এবং বিটিএম-রা আসেন নাগিছড়ার প্রশিক্ষন কেন্দ্রে। তাদেরকে নিয়ে আসেন মোহনপুর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ড. উত্তম সাহা, প্রশিক্ষণ কেন্দ্রে আসার পর তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় সহযোগে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ।
উপস্থিত কৃষকদের কাছে নাগিছড়ার গবেষণা কেন্দ্রের স্থাপন এবং কার্যকলাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ। এর পাশাপাশি তিনি বিভিন্ন সবজি দানাশস্য ফুল চাষ এবং মশলা চাষের বিষয়ে প্রশিক্ষণ দেন কৃষকদের। এরপর নাগিছড়ায় কর্মরত আধিকারিক সুব্রত চৌধুরী এবং সৌমেন দাস যথাক্রমে নার্সারি ম্যানেজমেন্ট এবং মাশরুম চাষের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। কৃষকদের উৎসাহিত করার জন্য মোহনপুর কৃষি মহকুমার পক্ষ থেকে একটি কুইজ অনুষ্ঠান এবং ছোট ছোট উপহারের ব্যবস্থা করা হয়। কৃষি সম্পর্কে বিস্তারিত বুঝানোর জন্য কৃষকদের ঘুরিয়ে দেখানো হয় গবেষণা কেন্দ্রের বিভিন্ন ধরনের ফল সবজি এবং বাগিচা চাষের বিভিন্ন প্লট। সব শেষে কৃষকদের নিয়ে মধ্যাহ্নভোজ এবং ফটো সেশনের মধ্য দিয়ে এভাবে হয় প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়। এই ধরনের প্রশিক্ষণ কৃষি কার্যের স্বার্থে, কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে একশ নিশ্চিত প্রচেষ্টা। এই ধরনের প্রশিক্ষণ শিবিরের ফলে কৃষকরা অনেক বেশি উৎসাহিত হয়ে থাকেন।
0 মন্তব্যসমূহ