আগরতলা,৩১মার্চ: আগরতলার এয়ারপোর্ট থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেলো। শুক্রবার থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার গাঁজাসহ নিষিদ্ধ কফ সিরাপ এসকাফ উদ্ধার করে। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ এবং এনসিসি এলাকার এসডিপিও পারমিতা পান্ডে। এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে এসডিপিও পারমিতা পান্ডে সাংবাদিকদের জানান, তাদের যাচ্ছে সূত্রের মাধ্যমে আগাম খবর আসে যে নরসিংগড় এলাকার বাসিন্দা নিখিল দেবনাথের বিপুল পরিমান নেশাসামগ্রী মজুদ রয়েছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে গাঁজা ও নিষিদ্ধ কফ সিরাপ এসকাফ ও ফেন্সিডিল উদ্ধার হয়। এগুলি মধ্যে গাঁজা ৩০কেজি, এসকাফ ২,৪৫০বোতল এবং ২২০বোতল উদ্ধার হয়। তবে তল্লাশি কালে মিঠুন দেবনাথ বাড়িতে ছিলেন না, পলাতক ছিলেন। তবে তাকে আটকের জন্য চেষ্টা চলছে। আটককৃত সামগ্রী গুলি উদ্ধার করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়েছে এবং এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এগুলি বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ