Advertisement

Responsive Advertisement

আগামী নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করার জন্য বিজেপির কার্যকর্তা সম্মাননায় আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৯মার্চ ২০২৩: ২০২৩ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এই জয়ের জন্য দিনরাত পরিশ্রম করেছেন দলের সকল স্তরের কার্যকর্তারা। তাই রবিবার সাপ্তাহিক ছুটির দিনে তাদেরকে সংবর্ধিত করা হয়, এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় কার্যকর্তা সম্মানা। ২০২৩ সালের বিজেপির জয়ী এবং পরাজিত সকল প্রার্থীদেরকে রাজধানীর রবীন্দ্রসতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয় এদিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদের বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যসহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এভাবে সম্মান দেওয়ার বিষয়টি অন্য কোন রাজনৈতিক দলের নেই। সব প্রার্থী এবং কার্যকর তাদের সংবর্ধিত করা হয়েছে। সকলের চেষ্টায় এই জয় হয়েছে। আগামী দিনেও যাতে দল ভালোভাবে মানুষের জন্য কাজ করতে পারে এই আহ্বান রাখা হয়েছে।  আরো বলেন, কার্যকর্তারাই আমাদের দলের মূল‌ শক্তি। তাদের ত্যাগ এবং নিরলস প্রচেষ্টাতেই পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে।
দলের প্রতি কার্যকর্তাদের এই সমর্পনকে সম্মান জানানোর লক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কার্যকর্তা সম্মাননা সভার আয়োজন। দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়ন যে শুধু বিজেপিই করতে পারে তা আবার প্রমাণিত হয়েছে এই নির্বাচনে, তাই দলের ভাবধারাকে আরো বিপুল ভাবে জনমনে পৌঁছে দিয়ে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্য থেকে দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে যশস্বী প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার সংকল্প নিয়ে সাংগঠনিক কাজে নিজেদের নিয়োজিত করার জন্য কার্যকর্তাদের প্রতি আহ্বান রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ