আগরতলা, ১৬ মার্চ : বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিলেন শাসক এবং বিরোধী দলের মোট ৪৪ জন বিধায়ক। এদের মধ্যে রয়েছেন বিজেপির ৩১ জন, বামফ্রন্টের ১১ জন আইপিএফটির ১জন এবং কংগ্রেসের ২ জন বিধায়ক। শপথ গ্রহণ করলেন আইপিএফটি দলের একমাত্র বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া । বিজেপির ৩১জন বিধায়ক যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যরাও। কংগ্রেস দলের বিধায়ক গোপালচন্দ্র রায় এবং বিধায়ক বীরজিৎ সিনহা শপথ নিলেন। কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন শপথ গ্রহণ করতে আসেননি । কি কারণে তিনি অনুপস্থিত ছিলেন সে বিষয়টা অজানা খোদ দলের প্রদেশ সভাপতি তথা বিধায়ক বীরজিত সিনহার কাছেও। এমনকি প্রোটেম স্পিকারকেও না আসার বিষয়টি সম্পর্কে অবগত করেননি সুদীপ রায় বর্মন । তবে যে কোন সময় এসে তিনি শপথ গ্রহণ করতে পারেন বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় ভুষণ দাস। এদিকে শপথ গ্রহণ শুরুর ঘন্টাখানেক পর বিধানসভায় প্রবেশ করেন বামফ্রন্টের বিধায়করা । ততক্ষণে বিধানসভার হাউসে বিজেপি এবং কংগ্রেসের শপথ গ্রহণ শেষ হয় । পরে অধ্যক্ষ বিনয়-ভূষণ দাসের কক্ষে শপথ নেন জিতেন্দ্র চৌধুরী সহ বামেদের ১১ জন বিধায়ক। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করেন । তিনি জানান ধর্মনগর থেকে যে বিধায়করা আসছিলেন তাদের আসার ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে । এছাড়াও এদিন জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা ১১ জন সদস্য ৪০ লাখ লোকের প্রতিনিধি হয়ে বিধানসভায় যাচ্ছি। রাজ্যের উন্নয়নে বর্তমান শাসক দল যে সমস্ত ভালো কাজ করবে সাধ্যের বাইরে গিয়েও তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব। । তবে জনগণের স্বার্থ বিরোধী অধিকার হরণের চেষ্টা বা রাজ্যের উন্নয়নকে ব্যাহত করার কোন প্রয়াস দেখা গেলে শুধুমাত্র এগারোজন বিধায়ক নয় সারা রাজ্যের মানুষকে নিয়ে বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে সমানভাবে আওয়াজ তুলে ধরবো । বাজেটের প্রশ্ন তিনি বলেন শুধু কংগ্রেস কিংবা মথা নয় রাজ্যের হিতে যদি শাসকদলের কোন বিধায়কও কথা বলেন আমরা তাকেও সমর্থন করব শাসক দল যে প্রতিশ্রুতির ভিত্তিতে ভোট চেয়েছেন সে প্রতিশ্রুতি গুলি পালন করে বাজেট নিয়ে আসুক । মানিক সাহা শপথ গ্রহণ শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মানুষের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি একটাই উদ্দেশ্য থাকবে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের শান্তি-শৃঙ্খলা যেন বজায় থাকে কোন ধরনের বিদ্বেষ মূলক কথা না বলে জাতি জনজাতির প্রত্যেকে একত্রিত হয়ে ত্রিপুরার উন্নয়নে কাজ করব । উল্লেখ্য ,৬০ বিধানসভার মধ্যে মোট ৪৪ জন বিধায়ক শপথ গ্রহণ করেছেন । শুক্রবার তিপ্রা মথা দলের ১৩ জন বিধায়ক শপথ গ্রহণ করবেন । তবে সুদীপ রায় বর্মন কবে নাগাদ শপথ গ্রহণ করবেন সে প্রশ্নের উত্তর অজানা।
0 মন্তব্যসমূহ