আগরতলা, ১এপ্রিল : রাজ্যে বর্তমান সরকার জনগণের সরকার। রাজ্য সরকার সবাইকে নিয়ে উন্নত ত্রিপুরা- শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায়। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস এটাই সরকারের মূল মন্ত্র। সরকারের প্রতিটি কাজকর্মে এই লক্ষ্যই প্রতিফলিত হয়। আজ আগরতলার বাধারঘাটস্থিত চারিপাড়া বিদ্যালয় পাড়ায় প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের চতুর্থ প্রয়াণ বার্ষিকীতে অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি ও রক্তদান শিবিরের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (ডাঃ) সাহা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের মধ্যে সব সময় মানুষকে সাহায্য করার প্রবণতা ছিল। প্রয়াত বিধায়কের মানুষকে নিয়ে চলার নীতি আদর্শকে পাথেয় করে এগিয়ে গেলেই প্রয়াত বিধায়কের প্রতি যথার্থ সম্মান জানানো হবে। তিনি বলেন, সমস্ত দানের মধ্যে রক্তদান হচ্ছে সর্বোচ্চ দান। রক্তের কোনও ধর্ম নেই, জাত নেই, লিঙ্গ নেই। রক্তদানের চেয়ে বড় মানবসেবা অন্য কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দিলেও বর্তমানে স্বেচ্ছা রক্তদানের ক্ষেত্রে বিভিন্ন স্কুল, কলেজ, সংগঠন এগিয়ে আসায় জনজাগরণ সৃষ্টি করেছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান
মুখ্যমন্ত্রী বলেন, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিগণ বৈঠক করতে ত্রিপুরায় আসছেন। রাজ্যের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি তারা পরিদর্শন করবেন। রাজ্যের কৃষ্টি সংস্কৃতির পাশাপাশি প্রদর্শিত বিভিন্ন স্টলগুলির মাধ্যমে রাজ্যের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীগুলি বিদেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। এর ফলে ত্রিপুরা বিশ্বের মানচিত্রে বিশেষ স্থান করে নেবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়ক মিনারাণী সরকার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য্য, প্রয়াত বিধায়কের জেষ্ঠ্য ভ্রাতা রাজকুমার সরকার আলোচনায় প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিধায়ক অন্তরা সরকার দেব, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ পুরনিগমের কর্পোরেটরগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আপন ঘর বৃদ্ধা আবাসনের ২ জন আবাসিকের হাতে রেশন সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরে ৯১ জন রক্তদাতা রক্তদান করেন।
0 মন্তব্যসমূহ