শান্তিরবাজার, ১০এপ্রিল : জোলাইবাড়ী বিধানসভায় মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়ার উদ্দ্যোগে উন্নয়নের কর্মযঞ্জ শুরুহয়েছে দেখে বিরোধীরা নানাপ্রকল্পের মাধ্যমে রাজ্যসরকারকে বদনাম করার প্রয়াস চালিয়েযাচ্ছে। কোয়াইফাং এডিসি ভিলেজে বাম বিধায়ক যশবীর ত্রিপুরা বাসস্থান থেকেও কোনো প্রকারের উন্নয়ন করেননি তিনি। জোলাইবাড়ী বিধানসভায় বর্তমান সময়ে পরিবর্তনের পর মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় জল পোঁছেদিতে ও যাতায়তের জন্য রাস্তা নির্মানের জন্য দপ্তরের আধিকারিকদের নিয়ে ছুটে যাচ্ছেন। মন্ত্রীর এই উন্নয়নের ধারাকে কালিমালিপ্ত করার লক্ষ্যে সোমবার সকালবেলায় নবরামপাড়ায় বসবাসকারী কিছু সংখ্যক লোকজন পথঅবরোধে সামিল করলো চক্রান্তকারীরা বলে অভিযোগ। এলাকার সহজ সরল লোকজনেরা চক্রান্তকারীর ফাঁদে পাদিয়ে জোলাইবাড়ী কোয়াইফাং যাতায়তের রাস্তা অবরোধে বসে। জানাযায় রাজ্যসরকারের আর্থিক সহযোগীতায় নবরাম পাড়ায় নতুন করে জলের মেশিন বসানোহয়েছে। এখন এই মেশিন চালানোরজন্য লোকনিয়োগ করাহবে। লোকনিয়োগকরাহলে এলাকাবাসীরা সঠিকভাবে জলপেয়েযাবে। বিগত বাম আমলে এই এলাকায় জলের জন্য কোনপ্রকার মেশিন বসানোহয়নি। তারপরেও এলাকাবাসী আন্দোলনে সামিল হননি। বর্তমানসময়ে যখন জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে উন্নয়নমূলক কর্মসূচী করাহচ্ছে তখন আন্দোলনে নামছে এলাকাবাসী। আজকের এই অবরোধের খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় DWS দপ্তেরর আধিকারিক ও দেবদারু আউট পোষ্টের ওসি সহ অন্যান্যরা। সকলের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্তহয়। এই অবরোধ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান দেবদারু ফাঁড়ী থানার ওসি ।
0 মন্তব্যসমূহ