Advertisement

Responsive Advertisement

যে ফুলের পাতায় বসে মানুষ জলের উপর ভাসতে পারে

 
কৃষি ও পরিবেশ : রঙবেরঙের শাপলা ফুল প্রায় সকলের পছন্দের। এই শাপলা ফুলের একটি জাত হচ্ছে ভিক্টোরিয়া। যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার নামে এই জাতের নামকরণ করা হয়েছে। এই জাতের ফুলগুলো সাধারণত ট্রপিকাল অঞ্চলেই ভালো জন্মে। 
ভিক্টোরিয়া আমাজনিকা, ভিক্টোরিয়া বলিভিয়ানা সহ মোট ৩টি প্রজাতি আছে এই শাপলা ফুলের৷ এর মধ্যে ভিক্টোরিয়া বলিভিয়ানা আবিষ্কার করা হয় ২০২২ এর দিকে৷ এদের পাতা জলজ উদ্ভিদদের মধ্যে সবচেয়ে বড়৷ সবচেয়ে বড় পাতাটি ব্যস প্রায় প্রায় ৩ মিটারের কাছাকাছি হয়ে থাকে।
শুধু এর আকার বড় এই কারণেই যে এটি বিখ্যাত এমন কিন্তু নয়। আকারের পাশাপাশি এই শাপলা ফুলের পাতায় আস্ত একটা মানুষের বাচ্চা কিংবা মোটামুটি ভরের ব্যক্তি জলের ওপর ভাসতে পারবে। বিজ্ঞানীরা জানিয়েছেন ভিক্টোরিয়া বলিভিয়ানা প্রজাতির শাপলা ফুলের পাতা সর্বোচ্চ ১৭৬ পাউন্ড বা প্রায় ৮০ কেজি ভর ধারণ করতে সক্ষম। তাই এই পাতাকে ঘিরে সকলের আগ্রহ অনেক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ