আগরতলা, ২২এপ্রিল: অনাথ আশ্রমে বেড়ে উঠা শিশুরাও অন্য সকল বাচ্চাদের মত এখানে সেখানে ঘুরার স্বপ্নদেখে। তাদের এই আশা পূরণ করে তাদের মুখে হাসি ফুটাতে উদ্যোগী হয় আর্ট অব লিভিং। সম্প্রতি আর্ট অব লিভিং এর পক্ষ থেকে অরবিন্দ আশ্রমের ২৪জন আবাসিক শিশুদের নানা জায়গা ঘুরিয়ে দেখায় সেই সঙ্গে খাবার খাওয়ানো হয়।
এই শিশুদের প্রথমে উদপুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। শিশুরা ঘুরে দেখেন মন্দির চত্বর। তারপর তাদের দুপুরে খাবার খাওয়ানো হয়। উদয়পুর থেকে তাদের নিয়ে আসা হয় মেলাঘরে। সেখানে তাদের নীরমহল ঘুরিয়ে দেখানো হয়। এই প্রাসাদ দেখে শিশুরা উচ্ছ্বসিত হয়।
এই কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে নুপুর দেববর্মা বলেন, শিশুদের মুখে হাসি ফোটানোই ছিলো আমাদের লক্ষ্য। গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করজীর অনুপ্রেরণাতেই তারা এইসব কাজ করছেন বলেও জানান।
0 মন্তব্যসমূহ