Advertisement

Responsive Advertisement

চিরাচরিত প্রথা মেনে শান্তিরবাজারে অনুষ্ঠিত শিবের গাজন


শান্তিরবাজার : বাঙ্গালীর বারো মাসে তের পার্বনের মধ্যে রয়েছে চৈত্র সংক্রান্তি। বাংলা চৈত্র মাসে ঐতিয্যবাহী চিরাচরিত প্রথা টিকিয়ে রাখতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়েযাচ্ছে কিছু সংখ্যক লোকজন। সোমবার রাতে এমনটাই চিত্র দেখাগেলো শান্তিরবাজার মহকুমার তেজেন্দ্র বৈদ্য পাড়ায়। এই পাড়ায় বসবাসকারী লোকজনেরা নিজ উদ্দ্যোগে ঐতিয্যবাহী প্রথাকে টিকিয়ে রাখতে লোকজনের বাড়ী বাড়ী গিয়ে হর গৌরির নৃত্যের মাধ্যমে করছে শিবের গাজন। এই এলাকার লোকজনদের সঙ্গে কথাবলে জানাযায় উনারা বিগত অনেকবছর যাবৎ চৈত্র মাসে এইধরেনর অনুষ্ঠান করে থাকেন। বিগত দিনে উনারা বিভিন্ন ধর্মগ্রন্থের কাহিনীর উপর ডাকী উপস্থাপন করতেন। বর্তমান সময়ে ডিজিটাল মোবাইলের যুগে এই সকল ঐতিয্যবাহী ডাকী বিলুপ্তির পথে। তেজেন্দ্র বৈদ্য পাড়ার লোকজনেরা এই প্রথাকে টিকিয়ে রাখার প্রয়াসে কাজ করে যাচ্ছে। উনারা চাইছে নতুন যুবসমাজ এই কাজে এগিয়ে আসুক। উনারা চৈত্র সংক্রান্তিতে চড়কগাছ ঘুরানোর লক্ষ্যে রাত্রিবেলায় হর গৌরি নিয়ে নৃত্য দেখাচ্ছেন। উনারা সংবাদমাধ্যমের সামনে জানান এই কাজে যদি লোকজন এগিয়ে না আসে তবে এই ঐতিয্যবাহী প্রথা আগামীদিনে বিলুপ্ত হয়ে যাবে। উনারা জানান হর গৌরি নৃত্য দেখার জন্য লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ