আগরতলা, ২৩ এপ্রিল : বিজেপির ঊনকোটি জেলার যুব মোর্চার সভাপতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই করল দুর্বৃত্তরা বলে অভিযোগ। এর জেরে এলাকায় উত্তেজনাসৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে কৈলাসহর কাতল দিঘির পাড় এলাকায় হয়েছে ঘটনাটি। এদিন গৌরনগর আর.ডি ব্লকের অধীন টিলাবাজার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ঊনকোটি জেলার বিজেপি দলের যুব মোর্চার সভাপতি অরুপ ধরসহ আরও এক কর্মী। রাত সাড়ে দশটা নাগাদ কৈলাশহর শহরে আসার পথে দুস্কৃতির দল হামলা চালায় বলে অভিযোগ।
অরূপ ধর ও তার এক সহকর্মী বাইক নিয়ে টিলাবাজার থেকে কৈলাসহর শহরে আসার পথে কাতল দিঘির পাড় এলাকায় আসতেই ৫ থেকে ৬ জন দুষ্কৃতীর দল তাদের বাইক আটকে মারধর শুরু করেছে। এতে অরূপ ধর গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তাকে মাটিতে ফেলে দুষ্কৃতীরা তার কাছ থেকে স্বর্ণের চেইন, আংটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গঠনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। আহত যুব মোর্চার সভাপতি জানান যারা তাকে মারধর করেছে তাদের মধ্যে কয়েকজনকে তিনি সনাক্ত করতে পেরেছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আধ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য দাবি জানান। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
0 মন্তব্যসমূহ