Advertisement

Responsive Advertisement

যুব মোর্চার সভাপতি নবাদল বনিক'র উপস্থিতে খোয়াইতে সভা অনুষ্ঠিত


আগরতলা, ২৮এপ্রিল : ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় কমিটির নির্দেশক্রমে ভারতীয় জনতা যুব মোর্চার মন্ডল স্বশক্তিকরণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার ভারতীয় জনতা যুবমোর্চার খোয়াই মন্ডলে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সমস্ত পদাধিকারীরা, বুথ সভাপতিগন উপস্থিতি ছিলেন। এই সাংগঠনিক বৈঠক পরিচালনা করেন ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি নবাদল বনিক।
তিনি উপস্থিত যুব ভাইদের শুধু রাজনীতিই নয় মানুষের স্বার্থে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।
এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুবমোর্চার রাষ্ট্রীয় সম্পাদক নুঙপক, প্রদেশ ভারতীয় জনতা যুবমোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ এবং খোয়াই জেলা ভারতীয় জনতা যুবমোর্চার সভাপতি মানিক দেবনাথসহ অন্যান্য নেতৃত্ব ও  কার্যকর্তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ