আগরতলা, ২৮এপ্রিল : ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় কমিটির নির্দেশক্রমে ভারতীয় জনতা যুব মোর্চার মন্ডল স্বশক্তিকরণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার ভারতীয় জনতা যুবমোর্চার খোয়াই মন্ডলে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সমস্ত পদাধিকারীরা, বুথ সভাপতিগন উপস্থিতি ছিলেন। এই সাংগঠনিক বৈঠক পরিচালনা করেন ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি নবাদল বনিক।
তিনি উপস্থিত যুব ভাইদের শুধু রাজনীতিই নয় মানুষের স্বার্থে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।
0 মন্তব্যসমূহ