Advertisement

Responsive Advertisement

নববর্ষের দিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

উদয়পুর, ১৫ এপ্রিল: ১৪৩০ বাংলা নববর্ষকে কেন্দ্র করে  সকাল নাগাদ ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, সঙ্গে উপস্থিত ছিল উনার সহধর্মিনী। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় , মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক  অভিষেক দেবরায় , গোমতী জেলার জেলা শাসক গোবেকার ময়ূর মতিলাল, গোমতী জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং সহ  অন্যান্য আধিকারিকরা । এদিন মুখ্যমন্ত্রী প্রথমে  মায়ের মন্দিরে পুজো দেন  তার সঙ্গে থাকা শিব মন্দিরেও পুজো দেন । পরবর্তী সময়  মায়ের মন্দিরের প্রসাদ প্রকল্পের কাজ যাদের দ্রুত শেষ করে কারণ দীপাবলি উৎসব সামনে এ নিয়ে গোমতী জেলার জেলাশাসক, অর্থমন্ত্রী এবং বিধায়ককে নিয়ে বৈচকে মিলিত হন মুখ্যমন্ত্রী l সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান  নতুন বৎসরকে শুভেচ্ছা জানিয়ে সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা দিলেন।
তাছাড়া রাজ্যবাসীকে বাংলা নববর্ষের  প্রীতি ও শুভেচ্ছা জানান।উনারে এ সম্পর্কে কেন্দ্র করে মায়ের মন্দিরে পুলিশি আটু শ্যাডো ব্যবস্থা ছিল জোরদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ