তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ও মুঙ্গিয়াকামী থানা পুলিশের যৌথ উদ্যোগে বাজেয়াপ্ত ৬৭৯ কেজি শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক গাড়ির চালক সহ এক গাড়ি, ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গিয়াকামী থানা এলাকার চাকমাঘাটের শাল বাগান এলাকায়।
মুঙ্গিয়াকামী থানার পুলিশ অন্যান্য দিনের মতো শালবাগান এলাকায় নাকা চেকিং-এ বসে এবং একটি গাড়ি দেখে সন্দেহ হয়। তখন পুলিশ TR01-AA-1823 নম্বরের গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এদিনের এই নাকা চেকিং-এর নেতৃত্ব ছিলেন মুঙ্গিয়াকামী থানার সেকেন্ড ও.সি রঞ্জিত সরকার, পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট। তিনি খবর পেয়ে ঘটনার স্থলের ছুটে আসে এবং গাড়ির চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে গাঁজা গুলি আগরতলার সিধাই মোহনপুর থেকে পার্শ্ববর্তী রাজ্য গৌহাটির পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ পরবর্তীতে গাড়ি,গাঁজা এবং গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত গাঁজার পরিমাণ ৬৭৯ কেজি। তিনি জানিয়েছেন, আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে।
0 মন্তব্যসমূহ