Advertisement

Responsive Advertisement

রাজ্যের প্রভাতী দৈনিক ত্রিপুরা দর্পণ'র পঞ্চাশে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে

আগরতলা, ১২ এপ্রিল: 'ত্রিপুরা দর্পণ' পত্রিকা পঞ্চাশ বছরে পা দিচ্ছে আগামী ১লা বৈশাখ। এই উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে পত্রিকা কর্তৃপক্ষের তরফে। ১৬ এপ্রিল রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হবে অনুষ্ঠানের। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন পত্রিকার সম্পাদক সমীরণ রায়। 
 ১৯৭৪ সালের 'জনযুগ' নাম নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। ১৯৭৬ সালে এসে নাম বদলে 'ত্রিপুরা দর্পণ'। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যা এখন সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায়। এই অর্ধ-শতাব্দী সময়ে রাজ্যের সংবাদপত্রের জগতে ত্রিপুরা দর্পণ' সবসময়েই একটু ব্যতিক্রমী থেকে মানুষের কাছাকাছি গিয়ে 'জীবন সত্যের নিরন্তর খোঁজ করে গেছে। যে প্রবহমানতা “ত্রিপুরা দর্পণ' পরিবারের মূল চেতনা, প্রধান উপজীব্য।
সেই চেতনার চর‍্যায় আপাত ঝাঁ-চকচকে কোনো উদ্যোগ ছাড়াই মানুষের বাস্তবিক মননের ও আগ্রহের কাছাকাছি থাকা সম্ভার নিয়ে 'ত্রিপুরা দর্পণ' পরিবার 'সুবর্ণ জয়ন্তী' উদযাপনের আয়োজন করেছে। যে ধারায় বছরভর থাকবে নানা অনুষ্ঠান-আলোচনা-বিতর্কসভা ইত্যাদি। যার সূচনা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগামী ১৬ এপ্রিল রবিবার সন্ধ্যা ছয়টায়। সূচনা লগ্নে হবে দু'দিনের অনুষ্ঠান। রবিবার 'ত্রিপুরা দর্পণ'র প্রাক্তন সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের দেওয়া হবে সম্বর্ধনা। যাঁরা হচ্ছেন সত্যব্রত চক্রবর্তী, শঙ্খপল্লব আদিত্য, মানস দেববর্মণ, বিকচ চৌধুরী, অজিত ভৌমিক, স্বপন নন্দী, মিহির দেব ও বিমান ধর। এছাড়াও যাঁদের কাঁধে ভর করে এই সংবাদপত্র পঞ্চাশে এসে পৌঁছেছে, 'দর্পণ' পরিবারের সেই সমস্ত শুভানুধ্যায়ী ও সাংবাদিকদেরও সম্মাননা প্রদান করা হবে। রবিবারের সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে থাকবে বাংলাদেশের মেহের আফরোজ শাওনের সঙ্গীত এবং কলকাতার মমতাশংকরের বিশিষ্ট ছাত্রছাত্রীদের কেন্দ্র ‘শুভাঙ্গিক’র বৃন্দনৃত্যের উপস্থাপনা। পরদিন সোমবার সন্ধ্যায় 'ছন্দনীড়'র উদ্বোধনী সঙ্গীতের পর থাকবে বাংলাদেশের স্বনামখ্যাত লোকগানশিল্পী ফরিদা পারভিনের সঙ্গীত-সন্ধ্যা। বিশেষ করে লালনগীতিকে যিনি মানুষের কাছে ভালো লাগার এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। আর সেই সন্ধ্যায়ও থাকবে ‘শুভাঙ্গিক'র উপস্থাপনা। 'সুবর্ণ জয়ন্তী' উদযাপনের প্রবাহে ‘ত্রিপুরা দর্পণ' বছরভর নানা অনুষ্ঠান যেমন করবে, তেমনি একটা বিশেষ বই প্রকাশনারও উদ্যোগ নেওয়া হয়েছে। যা আসলে এই পঞ্চাশ বছরে সংবাদ হিসেবে প্রকাশ হওয়া বিভিন্ন বিশেষ উল্লেখযোগ্য ঘটনাবলির এক সংকলন। মূলত যা হয়ে উঠবে এই পঞ্চাশ বছরের এক আবশ্যিক সংগ্রহযোগ্য ইতিহাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ