Advertisement

Responsive Advertisement

তেলিয়ামুড়ায়, প্রধান ও যুবকদের চেষ্টায় চিকিৎসার সুযোগ পেলেন এক অসহায় ব্যক্তি

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: মানবিকতা আজও বেঁচে আছে, তা প্রমান দিলেন এক জনপ্রতিনিধি ও উদ্যোমী কিছু যুবক। আবারো গ্রাম প্রধানসহ স্থানীয় যুবকদের মানবিকতার পরিচয় দিলেন। স্বজনহারা এক অসুস্থ মধ্যবয়স্ক ব্যাক্তিকে এলাকার গ্রাম প্রধান ও এলাকার যুবকদের তৎপরতায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মঙ্গলবার বিকেল নাগাদ।
উল্লেখ্য করইলং শান্তিপাড়া এলাকার দুলাল পাল(দুলু) নামের এক স্বজন হারা মধ্য বয়স্ক অসুস্থ ব্যাক্তি নিজ ঘরে দীর্ঘ কয়েক দিন যাবত মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী। দীর্ঘদিন নিজ ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ব্যাথার যন্ত্রণা নিয়ে করতাছিল দুলাল পাল। এলাকাবাসীদের তরফ থেকে সেই খবর শুনে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর তার বাড়িতে ছুটে যায়। নির্মল সূত্রধর ও এলাকার যুবকদের তৎপরতায় অসুস্থ ব্যাক্তিকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যাক্তির চিকিৎসা শুরু করে, বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যাক্তি।
তবে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর বিগত দিন গুলিতে জনগণদের সেবা এবং দীন-দুঃখীদের পাশে সবসময়ই দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। এমনকি উনার কাজের প্রতি আস্থা রেখে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রাম হিসাবে বিবেচিত হয়।
 এ ব্যাপারে বলতে গিয়ে গ্রাম নির্মল সূত্রধর বলেন, স্বজনহারা দুঃখীদের পাশে সদা নিমজ্জিত থাকবেন। জনস্বার্থে তিনি জনগণদের কল্যাণে কাজ করে যাবেন বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ