আগরতলা, ৮এপ্রিল : রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। রক্তদানের ফলে রক্তদাতাদের মনে অনন্য অনুভূতিরও সৃষ্টি হয়। আজ আগরতলা প্রেস ক্লাবে স্পন্দন সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা। তিনি শুরুতে রক্তদাতাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসাহিত করেন। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদাতাদের কোনও জাত, ধর্ম, লিঙ্গ বা রাজনৈতিক রঙ হয় না। রক্তদান মনে করিয়ে দেয় আমরা সবাই এক। মানব সেবা করাই আমাদের ধর্ম। মানব সেবামূলক কাজের মধ্য দিয়েই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত সবকা সাথ সবকা বিকাশ সরকা বিশ্বাস এবং প্রয়াস গড়া সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী বলেন, রক্তের স্বল্পতা দূর করতে রাজ্যের মানুষ যেভাবে রক্তদানে এগিয়ে এসেছেন তা রক্তদানকে এক জনজাগরণে পরিণত করেছে। তিনি বলেন, নেশার বিরুদ্ধেও সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুস্থ এবং সুন্দর সমাজ গঠনে যারা এগিয়ে আসবে তাদের পাশে সরকার সবসময় থাকবে। রক্তদান শিবিরগুলিতে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন।
রক্তদান শিবির অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মানুষ রক্তদানকে সামাজিক দায়িত্ব এবং কর্তব্য হিসেবে মেনে নিয়েছে। এছাড়া বক্তব্য রাখেন ভারতীয় বিদ্যাভবনের চেয়ারপার্সন দেবাশিস চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন স্পন্দন সামাজিক সংস্থার সভাপতি চিত্রা রায়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ড. হৈমন্তী ভট্টাচার্য। শিবিরে ৫৫ জন রক্তদান করেন।
0 মন্তব্যসমূহ