Advertisement

Responsive Advertisement

বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন

ঢাকা, ২৪এপ্রিল : বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান সে দেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-অসামরিক কর্মকর্তারা যোগ দেন শপথ অনুষ্ঠানে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরাও। 
এদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন। সে দেশের নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানের পর নতুন রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি। পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন আবদুল হামিদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ