Advertisement

Responsive Advertisement

ললিত কলা একাডেমি আয়োজিত জাতীয় স্থরের প্রদর্শনীতে ত্রিপুরার চার শিল্পী অংশ নেবেন

আগরতলা, ১৭এপ্রিল: ললিত কলা একাডেমির উদ্যোগে আয়োজিত জাতীয় স্থরের প্রদর্শনীতে ত্রিপুরার চারজন শিল্পী অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন। রাজ্য থেকে এই প্রথম এক সঙ্গে এতো বেশী শিল্পী ললিত কলা একাডেমির উদ্যোগে আয়োজিত জাতীয় স্থরের প্রদশনীতে সুযোগ পেয়েছেন। যা রাজ্যের জন্য অত্যন্ত আনন্দের বলে অভিমত ব্যক্ত করেছেন ললিত কলা একাডেমির সদস্য এবং ত্রিপুরা সেন্টারের প্রধান সুমন মজুমদার।
তিনি আরো বলেন, এই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে ১০হাজারের বেশী শিল্পী আবেদনপত্র জমা করেছিল। এর মধ্য থেকে বাছাই করে ২৯৭জন শিল্পীকে প্রদর্শনীতে অংশ গ্রহণের অনুমোতি দেওয়া হয়। এর মধ্য থেকে কুড়িজনকে অ্যাওয়ার্ড দেওয়া হবে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং তাদেরকে প্রত্যেককে দুই লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। ভারতের রাষ্ট্রপতি এই প্রদর্শনী এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগরতলায় একাডেমি স্থাপনার পর থেকে রাজ্যের শিল্পীদের জন্য যে সুযোগ কেন্দ্রীয় সরকার দিয়ে যাচ্ছে তা শিল্পীদের কাছে একটি বার্তা নিয়ে যাচ্ছে। যা কিনা আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশে বড় হওয়ার সুযোগ করে দেবে বলেও সুমন মজুমদারের অভিমত। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ