আগরতলা, ২৮ এপ্রিল : বিলোনিয়াস্থিত সার্কিট হাউসের কনফারেন্স হলে ম্যালেরিয়া রোগের উপর এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় সম্প্রতি। এই কর্মশালায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা শাসক সাজু ওয়াহিদ এ। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের Chairperson, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত দাস, শান্তিরবাজারের মহকুমা শাসক, জেলার ম্যালেরিয়া নিয়ন্ত্রণ আধিকারিক ডঃ মনীষ চৌধুরী, জেলার শিক্ষা আধিকারিক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, সমস্ত হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক, জেলার Malaria Programme-র কনসালটেন্ট, জেলার ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। দৈনন্দিন জীবনে কি কি পদক্ষেপ গ্রহণ করলে বিভিন্ন পতঙ্গবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, ম্যালেরিয়া রোগের কারণ এবং কিভাবে এই রোগকে প্রতিহত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২০২৭ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই মর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্তগুলোর সঠিক বাস্তবায়নের জন্য সময়মতো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে মাননীয় জেলা শাসক বিশেষ গুরুত্ব আরোপ করেন।
0 মন্তব্যসমূহ