Advertisement

Responsive Advertisement

মুখ্যমন্ত্রীর তৎপরতায় ডুম্বুর এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে

আগরতলা, ১৮ এপ্রিল: মুখ্যমন্ত্রী অফিসের দ্রুত তৎপরতার ফলে গন্ডাছড়ার ডম্বুরের নারিকেলকুঞ্জে ভ্রমণরত পর্যটকসহ সংশ্লিষ্ট এলাকার জনগণ তীব্র দাবদাহে বিদ্যুৎ যন্ত্রণার হাত থেকে স্বস্তি পেয়েছেন। নারিকেলকুঞ্জে বিদ্যুৎ বিভ্রাট এই সংক্রান্ত একটি খবর আজ সংবাদপত্রে প্রকাশের পর সংবাদটি মুখ্যমন্ত্রীর অফিসের দৃষ্টিগোচর হয়েছে এবং দ্রুত এর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংবাদে জানা গেছে, ডম্বুর জলাশয়ের নারিকেলকুঞ্জে বিদ্যুৎ পরিষেবায় দীর্ঘদিন ধরে জটিল অবস্থা রয়েছে। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে বেসরকারী সংস্থা ফিডকোকে স্থানীয় ভাবে জানানো হলেও তা সুরাহা হচ্ছিল না। বিদ্যুৎ পরিচালনগত ত্রুটির ফলে অত্যাধুনিক লগ হাটের এসি মেশিনগুলি চালানো সম্ভব হচ্ছে না। এর ফলে নারিকেলকুঞ্জে ভ্রমণে আসা রাজ্যের এবং বহিরাজ্যের পর্যটকসহ এলাকাবাসীরা প্রচন্ডভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সংবাদটি প্রকাশের পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মুখ্যমন্ত্রী অফিস থেকে সরাসরি ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সাথে যোগাযোগ করা হয় এবং দ্রুত নারিকেলকুঞ্জে বিদ্যুৎ পরিষেবা চালুর জন্য নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নিগমের পক্ষ থেকে দ্রুত সংশ্লিষ্ট বেসরকারী সংস্থা ফিডকোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য নির্দেশ জারী করা হয়। বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে আজ বিকালে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের প্রয়োজনীয় সারাইয়ের পর ঐ এলাকায় পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ