Advertisement

Responsive Advertisement

দিল্লিতে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ এপ্রিল: মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডা মানিক সাহা দিল্লি সফরে গিয়ে বুধবার একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাদের সঙ্গে। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন। একাধিক বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।
 পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নাড্ডা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান এবং রাজ্যবাসীর সকলের মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর দিল্লির বাস ভবনে এই সাক্ষাৎ হয়। তখন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা রাজ্যের উন্নয়নসহ আগামী দিনে রাজ্যের উন্নয়নের বিষয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা আলোচনা করেন। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র সব সময় পাশে থাকবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী এদিন আশ্বাস দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ