Advertisement

Responsive Advertisement

পশ্চিম ত্রিপুরা জেলায় চলছে স্পেশাল টীকাকরণ ড্রাইভ

আগরতলা, ২৮ এপ্রিল: গোটা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় ও শুরু হয়েছে স্পেশাল ইমিউনাইজেশন ড্রাইভ। গত ২০ এপ্রিল ২০২৩ থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে এই বিশেষ টীকাকরণ অভিযান। চলবে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্য্যালয়ের অধীন সর্বমোট ২৩ টি স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন প্রত্যেকটি জায়গায় চলছে এই বিশেষ অভিযান। সাধারনত, যারা নিয়মিত টীকাকরণ এর সময়সূচি থেকে বিভিন্ন কারনে বাদ পড়েছেন এই অভিযানে তাদের অন্তর্ভূক্ত করা হচ্ছে। যারা হাসপতালে এসে টীকা নিতে পারছেন না, স্বাস্থ্যকর্মিরা তাদের কাছেই পৌঁছে যাচ্ছে তাদের সমিসুচি অনুযায়ী ভ্যাকসিন নিয়ে। এই ব্যপারে, জেলা ইমিউনাইজেসন আধিকারিক ডা: ঈশিতা গুহ জানান, শিশুর নিয়মিত টীকাকরণ একটি গুরুত্বপূর্ন বিষয়। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। তাই সময়সূচি অনুযায়ী টীকাকরণ করানো অত্যন্ত আবশ্যক। এই ব্যপারে শুধু স্বাস্থ্য কর্মীরা নয় প্রত্যেক অভিভাবক কে তার গুরুত্ব বুঝতে হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশিস দাস জানান পশ্চিম ত্রিপুরা জেলায় যেন ১০০ শতাংশ টীকাকরণ নিশ্চিত হয়, তার জন্য এই অভিযান নির্ধারিত দিন এর চারদিন আগে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে। অভিযান চলাকালীন সাধারন মানুষেরও ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যকর্মীরা যখন টিকা নিয়ে সুবিধাভোগীর বাড়ী পৌঁছে যাচ্ছেন, তখন সাধারন মানুষ ও সহযোগিতা করছেন। তিনি আশাবাদি, এই অভিযান শেষে জেলা অবশ্যই ১০০ শতাংশ টিকাকরন অর্জন

করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ