Advertisement

Responsive Advertisement

তেলিয়ামুড়া অবৈধ বালি বুঝাই গাড়ি আটক

তেলিয়ামুড়া, ৮এপ্রিল : গোপন খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৃথক পৃথক দুই জায়গা থেকে অবৈধ বালু বোঝাই গাড়ি সহ বালু আটক করল বনকর্মীরা। যদিও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি তারা। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন ব্রহ্মছড়া ও খাসিয়া মঙ্গল BSF ক্যাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার ।
ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার জানান,  গোপনে খবর আসে TR06B1725 নম্বরের বোলেরো গাড়িতে করে ব্রহ্মছড়া এলাকা দিয়ে এবং TR05A1741 নম্বরের এসএমএল গাড়িতে করে খাসিয়া মঙ্গল বিএসএফ ক্যাম্পসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বালু পাচার হবে। খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৃথক পৃথক দুই জায়গা থেকে বালু বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে সক্ষম হয়নি বনকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ