বিশ্রামগঞ্জ, ৯ এপ্রিল: জঙ্গল থেকে সংগ্রহ করা বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ শিশুসহ পাঁচজন। ঘটনা সিপাহীজলা জেলার অন্তর্গত চড়িলাম ব্লকের ধারিয়াথল ভিলেজের পুরান লেম্বুতলী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পরিবারের কর্তা সঞ্জিৎ দেববর্মা সকালে জঙ্গল থেকে মাশরুম এনে রান্নার জন্য দেন বাড়ির গৃহিণীকে। রান্না করে দেওয়ার পর পরিবারের সকলের সেই মাশরুম খায়। খাওয়ার দু-তিন ঘন্টা পর থেকেই একের পর এক অসুস্থ হতে থাকে। নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক রিয়া দেবর্বমা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল থেকে রেফার করেন জিবি হাসপাতালে। চিকিৎসক জানান পরিবারের পাঁচজন অসুস্থ। অসুস্থদের সকলে পেটে ব্যথা এবং মাথায় সমস্যা হচ্ছে। অসুস্থদের নাম সঞ্জিৎ দেববর্মা, এঞ্জেলিনা দেববর্মা, মেনুকা দেববর্মা, শম্পা দেববর্মা এবং বিপ্লব দেববর্মা। চিকিৎসক জানিয়েছেন তাদের মধ্যে শিশুকন্যার এঞ্জেলিনা দেববর্মার শারীরিক অবস্থা সংকটজনক। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ