Advertisement

Responsive Advertisement

এসি মেশিনের ভেতরে করে গাঁজা পাচারের সময় আটক মহিলা

আগরতলা, ২৬ এপ্রিল: এসি মেশিনের ভেতরে করে গাঁজা পাচারের সময় আগরতলা রেলওয়ে স্টেশনে ধরা পড়লো এক মহিলা পাচারকারী। আন্ত: রাজ্য নেশা পাচারকারীরা ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী ট্রেনকে তাদের নেশা পাচারের অন্যতম এক করিডোর হিসেবে ব্যবহার করছে। তবে পুলিশের তল্লাশিতে মাঝে মাঝেই ট্রেন থেকে উদ্ধার হচ্ছে গাঁজাসহ অন্যান্য নেশা সামগ্রী। মঙ্গলবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজাসহ বহি রাজ্যের এক মহিলাকে আটক করে রেলের নিরাপত্তা বাহিনী জিআরপি। পাচারকারী ওই মহিলা পুলিশের চোখ এড়াতে এসি মেশিনের মধ্যে করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিআরপি তাকে আটক করে বলে জানান জিআরপি-র আগরতলা রেল স্টেশনের এসপি অমিতাভ পাল। তিনি আরো জানান তাদের অভিযানে এই কদিনের মধ্যে রেল স্টেশন থেকে পাঁচজন নেশা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। এর মধ্যে একজন মহিলা বাকি চারজন ছিল পুরুষ।
এসি মেশিন নিজেদের হেফাজতে এনে তল্লাশি চালানোর সময় ভিতরে প্যাকেটে ৮কেজি শুকনা গাজা উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ। রেল পুলিশ এ ব্যাপারে এনডিপি এস আইনে মামলা রুজু করেছে। আটক মহিলার নাম রেনু দেবী। তাকে পুলিশ রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ