ফাইল - ছবি
আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির তথা তাগার ৫২তম বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হবে রবিবার। রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অনুষ্ঠানের সভাপতি হিসেবে তার উপস্থিত থাকবে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির সভাপতি ড রাজীব ঘোষ। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত থাকবেন। অবসরে যাওয়া আধিকারিকগণ, আত্মা প্রকল্পের অধীন এ টি এমরাও উপস্থিত থাকবেন। সকল সদস্য সদস্যদেরকে রক্তদান শিবিরের অংশ নেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ