আগরতলা, ২৪এপ্রিল: ত্রিপুরা রাজ্যজুড়ে এখন তাপপ্রবাহ বইছে। অসহনীয় এই গরমের মধ্যেও
সাধারণ মানুষদের নানা কাজে বাইরে বের হতে হচ্ছে। বাইরে চলাচলকারী মানুষদের অসুবিধার কথা চিন্তা করে এবং তাদের যাতে সুবিধা হয় এই বিষয়টি মাথায় রেখে এবার এগিয়ে এলো শিবরায় ফাউন্ডেশন। তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণের লক্ষ্যে তারা জুস এবং এনার্জি ড্রিঙ্কস বিতরণ করছেন।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে ভিড় এলাকাগুলোতে এইসব ঠান্ডা পানীয় বিতরণ করছেন। ইতিমধ্যে তারা রাজধানীর বটতলা এলাকা এবং পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় ঠান্ডা পানীয় বিতরণ করেছেন। এক একটি জায়গাতে হাজারেরও বেশি তৃষ্ণার্ত মানুষ তৃষ্ণা নিবারণ করে যাচ্ছেন।
0 মন্তব্যসমূহ