Advertisement

Responsive Advertisement

কৃষি আধিকারিকের উপর আক্রমনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আগরতলা, ৬ এপ্রিল: কৃষি আধিকারিকের উপর আক্রমণের ঘটনার জেরে নিন্দার ঝড়। বৃহস্পতিবার দুষ্কৃতির দ্বারা আক্রান্ত খোয়াই মহকুমা কৃষি দপ্তরের সুপারেন্ডেন্ট অফ এগ্রিকালচার তথা এসএ বিপ্রজিত বরুয়া। প্রকাশ্য দিনের বেলা ঘটনাটি ঘটে খোয়াই এর বি পি সি পাড়া এলাকায় অধিকারিকের ভাড়া বাড়ির সামনে বলে অভিযোগ। দুষ্কৃতি তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে রক্তাক্ত করে। অন্যরা তাকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে জখম বেশী হওয়া সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা এগ্রিকালচারাল গ্রাজুয়েটস এসোসিয়েশনের সভাপতি ডর. রাজীব ঘোষ। তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দুষ্কৃতিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ