আগরতলা,২৯এপ্রিল: আগরতলা পুর নিগমের ৩৫নং ওয়ার্ডের অন্তর্গত রবিদাস পাড়া উন্নয়ন মূলক কাজ করা হবে। শনিবার এই এলাকাটি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এলাকার ৪২পরিবারের জন্য তপশিল জাতি উন্নয়ন দপ্তরে আর্থিক সহযোগিতায় আপাতত ১৯ টি ঘর, শৌচাগার, রাস্তাঘাট, একটি অঙ্গনওয়ারী সেন্টার ইত্যাদি নির্মাণ কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। এর জন্য প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হবে। তাই এলাকার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন মেয়র। তার সঙ্গে ছিলেন স্থানীয় এলাকার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা।
মেয়র দীপক মজুমদার উপস্থিত সাংবাদিকদের বলেন, এই এলাকায় ৪২টি পরিবার থাকেন। তাদের সুবিধার জন্য তপশিল জাতি উন্নয়ন দপ্তরে আর্থিক সহযোগিতা করছে। এই কাজ করার ক্ষেত্রে পুর নিগমও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন ১৯৯৭-৯৮সালে পুর পরিষদ থাকাকালীন সময়ে তিনি নিজে উন্নয়ন মূলক কাজ করে ছিলেন। কিন্তু এর পরবর্তী সময় আর কোন কাজ করা হয়নি সাধারণ মানুষের জন্য ফলে এলাকার মানুষ সমস্যায় রয়েছেন। এই পরিস্থিতিতে এই এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে আবার কাজ করা হবে। প্রথম ধাপে ড্রেন অঙ্গনওয়াড়ি সেন্টার রাস্তা ইত্যাদি মেরামত করা হবে। এর জন্য তপশিল জাতি উন্নয়ন দপ্তর ইতিমধ্যে ৫০লক্ষ টাকা মঞ্জুর করেছে। তিনি আরো বলেন বর্তমান সরকার সমাজের সকলের জন্য কাজ করছে। আগামী দিনেও এই এলাকার উন্নয়নে আর কাজ করা হবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ