তেলিয়ামুড়া, ৮ এপ্রিল : মুঙ্গিয়াকামী থানাধীন ৪৬ মাইল এলাকায় জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত চালক।
সংবাদে প্রকাশ, শনিবার দিন মুঙ্গিয়াকামী থানাধীন ৪৬ মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে আসা TR05 C 1814 নম্বরের একটি ট্রিপার গাড়ী ও UP14 GT 7003 নম্বরের একটি কন্টেইনার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় কন্টেইনার গাড়িতে থাকা কন্টেইনার গাড়ির চালক স্বদবান কুমার সিং এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় দুটো গাড়ীই। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনস্থলে ছুটে যায় এবং গুরুতর আহত অবস্থায় ওই কন্টেইনার গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কন্টেইনার গাড়ির চালকের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ তাকে রাজধানী আগরতলার জি.বি.পি হাসপাতালে রেফার করে দেয়।
অন্যদিকে এই ভয়াবহ যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ