আগরতলা, ২৮ এপ্রিল: শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকের পৌরহিত্য করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন দলের উত্তর পূর্বাঞ্চল সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা, সহ-সভাপতি ডা অশোক সিনহা, মন্ত্রী এবং প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়, বিধায়ক এবং সাধারণ সম্পাদক কিশোর বর্মন, বিধায়ক রেবতী মোহন দাস, আইটি সেল এর কনভেনার চন্দন দেবনাথ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশের পদাধিকারিরা, সকল মোর্চার সভাপতিরা, আইটি এবং সোশ্যাল মিডিয়ার ইনচার্জরা।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলকে কি করে আরো বেশি শক্তিশালী করা যায় এই বিষয় নিয়ে উপস্থিত সকলের মধ্যে আলোচনা করা হয়েছে। সংগঠনকে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ