উদয়পুর, ১০এপ্রিল : রাজ্যে সফরে এসে সোমবার সন্ধ্যায় ৫১ পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিলেন কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। এদিন আগরতলা বিমানবন্দর থেকে সুজা চলে যান ত্রিপুরা সুন্দরী মন্দিরে। মায়ের মন্দিরে উনাকে স্বাগতম জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের
আশীর্বাদ নেন। মায়ের মন্দিরের সঙ্গে থাকা শিব মন্দিরেও পুজো দেন তিনি। এদিন ওনার সঙ্গে মাতাবাড়ি সফরে ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মায়ের মন্দিরে পূজা শেষে মায়ের মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি দেখেন। পাশাপাশি মায়ের মন্দিরে যে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের কাজ দেখেন।
কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি সফরকে কেন্দ্র করে মায়ের মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ আঠো সাটু। এই দিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি শুধুমাত্র দেশ এবং রাজ্যবাসীর মঙ্গল অর্থে এদিন পূজো দিলেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্ম দেখে তিনি আপ্লুতপ। তিনি জানান শুধুমাত্র বিজেপি সরকার রাজ্যে এবং দেশে আছে বলেই আর এত উন্নয়নের মুখ দেখতে পেয়েছে রাজ্যবাসী। তা ডাবল ইঞ্জিন সরকারেরই একমাত্র পারে।
0 মন্তব্যসমূহ