Advertisement

Responsive Advertisement

তেলিয়ামুড়ায় নারী শিশু সহ সাত বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক

তেলিয়ামুড়া, ১মে ২০২৩: আরও একবার ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ার ৭ বাংলাদেশী আটক। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন শিশু ও একজন মহিলা রয়েছেন। সোমবার রেল স্টেশন চত্বর থেকে বিএসএফ ইন্টেলিজেন্স তাদের আটক করে। 
ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়ার জি.আর.পি'র ডেপুটি পুলিশ সুপার(ডিএসপি) সৌমেন সরকার বলেন, বিশেষ খবরের ভিত্তিতে বিএসএফ'র ইন্টেলিজেন্সের তরফ থেকে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন চত্বরে ডিউটি করার সময় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের বাড়ি বাংলাদেশ। আরো জানায় কোন এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তেলিয়ামুড়া হয়ে ট্রেন যোগে তাদের বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল। বর্তমানে আটককৃতদের জি.আর.পি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিছুদিন পরপর এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী ও রোহিঙ্গা আটক হওয়ার খবর নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে। দিকে দিকে প্রশ্ন উঠছে সীমান্তে রয়েছে কাঁটা তারের বেড়া, এছাড়াও সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলয়ের কথা বার বার বলা হলেও কি ভাবে এই নিরাপত্তার জাল ছিন্ন করে অবৈধ উপায়ে ভিনদেশীরা এদেশে প্রবেশ করছেন? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ