Advertisement

Responsive Advertisement

অমরপুরে মাতা মঙ্গলচন্ডী মেলার উদ্বোধন মেলা আমাদের মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করে : মুখ্যমন্ত্রী

অমরপুর, ৯ মে : মেলার একটা চিরন্তন রূপ আছে। মেলার এই চিরন্তন রূপের বহমান ধারা আজও অব্যাহত। আজ অমরপুরে মাতা মঙ্গলচন্ডী মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা একথা বলেন। সাতদিনব্যাপী মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের রাজ্যের গ্রামীণ এলাকায় প্রাচীনকাল থেকেই নানা ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ সমস্ত মেলাগুলি আমাদের মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করে। আমাদের রাজ্যে জাতি জনজাতি সম্প্রদায়ের মানুষের এক মিশ্র সাংস্কৃতিক পরম্পরা রয়েছে। এই পরম্পরার ছবি আমরা গ্রামীণ এলাকার মেলাগুলিতে খুঁজে পাই। মুখ্যমন্ত্রী বলেন, আগে অমরপুরের এই ঐতিহ্যময় মাতা মঙ্গলচন্ডী মেলা পয়লা বৈশাখ শুরু হতো। পরবর্তী সময়ে এই মেলা শুরু হচ্ছে ২৫শে বৈশাখ থেকে। মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই মেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মেলার উদ্বোধনের আগে এদিন মুখ্যমন্ত্রীর প্রফেসর ডা. মানিক সাহা মাতা মঙ্গলচন্ডী মায়ের দর্শন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ