আগরতলা, ১৩ মে : নেশা সামগ্রী পাচারের সময় রাজধানী আগরতলা থেকে গ্রেপ্তার এক কলেজ পড়ুয়া। রবিবার গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ চন্দ্রপুর আইএসবিটি থেকে ৩৬ গ্রাম ব্রাউন সুগারসহ কলেজ পড়ুয়া বিক্রেতাকে আটক। তার বাড়ি রানীবাজার এলাকায় বয়স ২০ বছর এবং শহরের একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে। সে অর্ডার অনুসারে বাড়িতে নেশা সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করতো। এদিন তার কাছ থেকে ৩৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যেগুলির বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। রবিবার তাকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে বলে সংবাদমাধ্যমকে জানান পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব।
তিনি আরো বলেন সে অনেক বছর ধরেই এই ব্রাউন সুগার বিক্রির ব্যবসা করে আসছেন। বাড়িতে গিয়ে গিয়ে ব্রাউন সুগার দিয়ে আসছে।
0 মন্তব্যসমূহ