আগরতলা, ১৫মে ২০২৩: বেশ কিছুদিন চুপচাপ থাকার পর আবার নতুন করে সরব হল সুপ্রিম কোর্টের রায়ে ছাটাই কৃত রাজ্যের ১০৩২৩ শিক্ষক সদস্যদের একাংশ। সোমবার আগরতলা প্রেস ক্লাবেএক সাংবাদিক সম্মেলন ডেকে এই সকল সদস্যরা দাবি করেন একাধিক আদালত যে রায় দিয়েছে তাতে কোথাও তাদের চাকরি খারিজ করা হয়েছে, এই কথা উল্লেখ নেই। ত্রিপুরা সরকারের একাংশ আমলা রাজ্যের মন্ত্রীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে চাকরি থেকে সরিয়ে রেখেছেন। সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ করে চলছে রাজ্য সরকার তারা অবিলম্বে এর বিরুদ্ধে সরব হবেন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তারা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে আবেদন জানান তাদেরকে পুনরায় চাকরিতে নিয়োগ করার জন্য। সেই সঙ্গে তারা হুমকির সুরে বলেন যদি তাদেরকে ১৫দিনের মধ্যে চাকরিতে প্রায় নিয়োগ না করা হয় তাহলে তারা উচ্চ আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করবেন পাশাপাশি এদিন তারা রাজ্যের নিহত দুই সাংবাদিক শান্তনু মজুমদার এবং সুদীপ দত্ত ভৌমিক স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন।
0 মন্তব্যসমূহ