আগরতলা,১৯ মে : আগরতলা পুর নিগম রাজধানীবাসীর সুবিধার জন্য গ্রীন টয়লেট চালু করলো। শুক্রবার রাজধানী সিটি সেন্টার এলাকার পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক ভাবে এই টয়লেট পরিষেবার সূচনা করেন মেয়র দীপক মজুমদার। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডা শৈলেস কুমার যাদবসহ একাধিক কর্পোরেট এবং অন্যান্য অধিকারিকরা।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান পুর বোর্ড গঠন হওয়ার পর মানুষের কল্যাণে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এরই অংশ হিসেবে এদিনের এই টয়লেট পরিষেবা সূচনা হলো। তিনি আরো বলেন রাজধানীতে বড় ধরনের জনসভা সমাবেশ অনুষ্ঠিত হলে অনেক সময় দেখা যায় দূর দূরান্ত থেকে আসা লোকজনের বিব্রতকর অবস্থায় পড়তে হয় শৌচালয়ের সমস্যার জন্য। এইসব বিষয় চিন্তা করে বায়ো টয়লেট ব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য প্রায় সাড়ে ১০ লক্ষ টাকার খরচ হয়েছে। প্রাথমিক ভাবে এমন দুটি ইউনিট চালু করা হয়েছে। প্রতিটি টয়লেট ইউনিটের মধ্যে মোট চারটি চেম্বার রয়েছে। এরমধ্যে দুটি চেম্বার মহিলাদের জন্য এবং দুইটি পুরুষের জন্য বরাদ্দ করা হয়েছে। যখন কোনো সভা করা হবে তখন এই বায়ো টয়লেট গুলোকে সভাস্থলে নিয়ে যাওয়া হবে সাধারণ মানুষের সুবিধার জন্য। এগুলোকে ভাড়া দেওয়া হবে। যেকোনো বড় লোকসমাগম স্থলে বাড়ার ভিত্তিতে নিয়ে যেতে পারবে। খুব দ্রুত এগুলোর ভাড়া নির্ধারণ করা হবে।
পাশাপাশি স্মার্ট সিটি মিশন প্রকল্পে এবং পুর নিগমের তরফে শহরের ব্যস্ত জায়গাগুলোতে অনেকগুলি পাবলিক টয়লেট চালু করা হয়েছে বলেও জানান মেয়র। সাধারণ মানুষদের একের পর এক পরিষেবা দেওয়ার কাজ করে যাচ্ছে নিগম। আগামী দিনেও আরো অনেক পরিষেবা যুক্ত হবে শহরে।
0 মন্তব্যসমূহ