Advertisement

Responsive Advertisement

কার্যকারিনী বৈঠক থেকে ২৪ এর লোকসভা ভোটের ঢাকে কাঠি দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মে: আমার বুথ শক্তিশালী বুথ - এই ভাবনা নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে কাজ করতে হবে। ২০২৪ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি পদ্ম উপহার দেওয়াই হবে অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে বুথ সশক্তিকরণে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার সিপাহীজলা জেলার চড়িলাম দ্বাদশ শ্রেণী স্কুলে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যকারিনী বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এভাবে ২৪ লোকসভা ভোটের ঢাকে কাঠি দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 
 এদিন কার্যকারিণী বৈঠকে বুথ ক্ষমতায়নের উপর জোর দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বিজয় নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডা: সাহা লোকসভা নির্বাচনের তাৎপর্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের কার্যকালের প্রসঙ্গ তুলে ধরেন।
দিনভর বৈঠকের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, আজকের কার্যকারিণী বৈঠকে দলের নেতাদের আগামী লোকসভা নির্বাচনের দিকে নজর দিতে বলা হয়েছে। প্রতি বছরই ভারতীয় জনতা পার্টি কার্যকারিণী বৈঠকের আয়োজন করে থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। তবে এবার অন্যান্য কিছু বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে এই বৈঠকে লোকসভা নির্বাচন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের শাসন নিয়ে আলোচনা হয়েছে। বুথ সশক্তিকরণ নিয়েও আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের লক্ষ্যে ৩৩৩২টি বুথকে শক্তিশালী করার জন্য কাজ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এছাড়া বিভিন্ন সুবিধাভোগী প্রকল্প, ফ্ল্যাগশিপ স্কিম রূপায়ণ করে সাধারণ মানুষের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য প্রধানমন্ত্রী মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ডা: সাহা আরো বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্রীয়ভাবে বরাদ্দ করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দ্বারা চালু একটি মেগা আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যকে HIRA মডেল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির কারণে রাজ্য নানাভাবে উপকৃত হয়েছে। এত প্রচুর সংখ্যায় জাতীয় মহাসড়ক, ১০টির বেশি এক্সপ্রেস ট্রেন, ত্রিপুরাতে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট গেটওয়ের কথা আমরা কখনো কল্পনাও করিনি। প্রধানমন্ত্রী মোদীর কারণেই এই সব কাজ সম্ভব হয়েছে। তিনি সর্বদা মানুষের কল্যাণ চান। আমাদের ত্রিপুরা সরকারও প্রধানমন্ত্রী মোদির পথ অনুসরণ করে কাজ করছে। পার্টি ও সরকার সহযোগিতার হাত ধরে কাজ করছে।
বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও দলের শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, অন্যান্য মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং বিজেপি রাজ্য নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ