Advertisement

Responsive Advertisement

বিলোনিয়াতে রাজ্য ভিত্তিক তামাক মুক্ত দিবস পালিত

বিলোনিয়া, ৩১মে : আজ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শুভাশিস দাস মহাশয়। অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস, বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন শ্রী নিখিল চন্দ্র গোপ, স্বাস্থ্য শিক্ষা শ্রী অনুপম চক্রবর্তী, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের স্টেট নুডাল অফিসার ডাক্তার কল্লোল রায় এবং স্টেট সার্ভেলেন্স অফিসার ডাক্তার অন্তরা বণিক মহোদয়া। অনুষ্ঠানে তামাক সেবন না করার শপথ নেওয়ার সাথে সাথে বসে আঁকো প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় । প্রধান অতিথির ভাষনে শুভাশিস দাস তামাকের ভয়াবহতা সম্বন্ধে উপস্থিত জনতার সামনে আলোচনা করেন। উন্মুক্ত স্থানে ধূমপান না করা এবং স্কুলের ১০০গজের মধ্যে তামাক বিক্রি বন্ধ করা আইন সম্বন্ধে আলোচনা করা হয় এবং আগামী দিনে কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তার দিক নির্ধারণ করেন।
এদিকে বিশালগড় মহকুমা হাসপাতালেও বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে কর্মসূচী আনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য অধিকারিক, ডাঃ জে এম দাস, ডাঃ সম্রাট দেববর্মা, এম পি এস বিজয় চক্রবর্তী, নার্স সহ মহকুমা হাসপাতালের অন্যান্য কর্মীগণ। প্রত্যেকেই তামাকের ব্যবহার ও এর ক্ষতিকারক দিক নিয়ে। বিস্তারিত আলোচন করেন। সব শেষে উপস্থিত সকলে তামাক জাতীয় দ্রব্য গ্রহণ না করার শপথ গ্রহণ করেন। পাশাপাশি বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে একটি প্রচার গাড়ি মহকুমার বিভিন্ন জায়গায় বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে সচেতনাতামূলক প্রচারাভিযান সংগঠিত করে। মহকুমার বিভিন্ন হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার সহ উপস্বাস্থ্য কেন্দ্রে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ